পঙ্কজ সাহা, এক উজ্জ্বল নক্ষত্র

দূরদর্শন কলকাতা, রাঁচি, শান্তিনিকেতন

সাহিত্য-সংস্কৃতি অনুষ্ঠানটির সূচনা করেন কলকাতা দূরদর্শন এর সূচনা লগ্ন থেকে। সাহিত্যের নানা দিক চিত্রকলা ভাস্কর্য ছাড়াও জীবন ভাবনার ও সমাজ সংস্কৃতির নানা প্রসঙ্গ নিয়ে এই অনুষ্ঠান তিনি বহু বছর ধরে প্রযোজনা করেছেন। খুবই সম্মানের ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়ে উঠেছিল এটি। নিয়মিত সংযোজনা করতেন সুনীল গঙ্গোপাধ্যায়, পবিত্র সরকার, স্বপন মজুমদার, লেখক শংকর, শ্যামল গঙ্গোপাধ্যায় প্রমূখ। 

সাহিত্যিকদের মধ্যে কয়েকটি নাম যারা নিয়মিত অংশগ্রহণ করতেন: প্রেমেন্দ্র মিত্র, রাধারানী দেবী, প্রবোধ সান্যাল, সুভাষ মুখোপাধ্যায়, আশাপূর্ণা দেবী প্রমুখ। চিত্রশিল্পীদের মধ্যে এম এফ হুসেন, রুস চিত্রশিল্পী বোয়েরিখ, অ্যাবস্ট্রাক্ট আর্টের জনক সিজার ডোমেলা, নীরদ মজুমদার, বিকাশ ভট্টাচার্য, পরিতোষ সেন, প্রকাশ কর্মকার, সুনীল দাস, যোগেন চৌধুরী, গণেশ হালুই, শানু লাহিড়ী, মীরা মুখোপাধ্যায় প্রমুখ অংশগ্রহণ করতেন। ভাবনা ও মননের নানা প্রসঙ্গে সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে এসেছেন শিবনারায়ণ রায়, অলকরঞ্জন দাসগুপ্ত, গৌরী আইয়ুব, দার্শনিক অমিয়কুমার মজুমদার প্রমুখ।
শান্তিনিকেতন দূরদর্শন: কলকাতা দূরদর্শন এর সূচনা থেকেই রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন বিষয়ে অনুষ্ঠান করার দায়িত্ব ছিল তাঁর ওপর। শান্তিনিকেতনের প্রতিটি উৎসব অনুষ্ঠান দেখানো ছাড়াও শান্তিনিকেতনের প্রধান ব্যক্তিত্বদের সাক্ষাৎকার প্রচার করতেন। তখন দুবার অমর্ত্য সেন এর সাক্ষাৎকার গ্রহণ করেন। বসন্ত উৎসব লাইভ টেলিকাস্ট দূরদর্শনে তিনি সূচনা করে বহুদিন সম্প্রচার করেছেন। দুরদর্শন এর পর্দায় অনুষ্ঠানটি তিনি নিবেদন করতেন শান্তিনিকেতনে প্রথমে অস্থায়ী দূরদর্শন স্টুডিও নির্মাণ ওপরে স্থায়ী কেন্দ্র করে প্রথম ডিরেক্টর হিসেবে কাজ করেন।

 শান্তিনিকেতনে দূরদর্শন স্টুডিও নির্মাণ করে সেখানথেকে নানা অনুষ্ঠান রেকর্ড করে আনার দায়িত্ব পালন করেন। তারপর তার উপর দায়িত্ব পড়ে স্থায়ী দূরদর্শন কেন্দ্র গড়ে তোলার। তিনি প্রথম ডিরেক্টর হিসেবে শান্তিনিকেতন দূরদর্শন নিপুণভাবে পরিচালনা করেন।

 রাঁচী দূরদর্শন : রাঁচী দূরদর্শনের ডিরেক্টর হিসেবে কাজ করতে গিয়ে প্রথমেই নতুন স্টুডিওতে রেকর্ডিং শুরু করেন। নতুন প্রাণ সঞ্চার করেন ওই কেন্দ্রের। তিনদিনব্যাপী রাঁচী দূরদর্শন উৎসব উদযাপন করেন পূর্ব ভারতের নানা প্রান্তের সংগীত, নৃত্য, লোকশিল্পী এবং চিত্রশিল্পী ও ভাস্কর্যের নিয়ে।

‘দর্শকের দরবারে’  ‘নববর্ষের বৈঠক’ : কলকাতা দূরদর্শনের অন্যতম দুটি অনুষ্ঠান ছিলো ‘দর্শকের দরবারে’ এবং ‘নববর্ষের বৈঠক’। প্রথম দিন থেকে টানা দশ বছর তিনি ‘দর্শকের দরবারে’ অনুষ্ঠানটি একাই লাইভ পরিবেশন করতেন এবং এটি সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়। আশির দশকের মাঝামাঝি তিনি বিবিসি লন্ডনে প্রযোজকের চাকরিতে চলে যান। পাঁচ বছর পর ফিরে এসে আবার বহুবছর ‘দর্শকের দরবারে’ অনুষ্ঠানটি করেন। তখন তার সঙ্গে একজন ঘোষিকা থাকতেন। নববর্ষের বৈঠক কখনো করেন রেলগাড়িতে কখনো গঙ্গায় নৌকা ভাসিয়ে কখনো পাতাল রেলে তিনি করেন অনুষ্ঠানটি প্রবাদে পরিনত হয়।

আকাশবাণীর যুববাণী: যুববাণীতে তিনি বহু অনুষ্ঠানের সূচনা করেন এবং যতদিন সেখানে চাকরি করেছেন সেই অনুষ্ঠানগুলি প্রযোজনা ও সংযোজনা করেছেন। “আজকের কলকাতায়” প্রতিদিন সকাল আটটায় লাইভ করতেন। অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য গুলি ছিল: “যুব জগৎ”, “শহরের ঝলক”, “স্টুডিওর বাইরে থেকে”, “শহরতলী থেকে”, “বিদ্যায়তন থেকে”, নাটক এবং ইংরেজি Spoken words program সব অনুষ্ঠানগুলোর সূচনা তাঁর হাতেই।
 
যুববাণীর উদ্বোধন অনুষ্ঠানে তার রচিত নাটক মঞ্চস্থ হয়। তিনি নাটকটি পরিচালনা করেন এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেন। যুববাণীর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত যুব উৎসবে তাঁর পরীক্ষামূলক অনুষ্ঠান বাংলা ছড়ার দেশে বিপুল সাড়া জাগায়। তাঁর প্রযোজিত বেতার নাটক “স্বপ্নবিদ্ধ, “ছকে বন্দী ময়ূর”, “রবীন্দ্রনাথ সে” ইত্যাদি বিপুলভাবে জনপ্রিয় হয়। ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্য সংস্কৃতি মহলে এক পরিচিত প্রিয় নাম।
 

PANKAJ SAHA

মঞ্চের অনুষ্ঠান / Stage Programme

Details Dated by Year of Publication

Bengali Rhymes/ Bangla Chhara by Pankaj Saha

PANKAJ SAHA

Books Portfolio

Some important books written by Pankaj Saha.

আবৃত্তির অনুষ্ঠান / উৎসব

প্রবন্ধ সংগ্রহ

Video Archive

Acknowledgement

Bidhan Chandra Pal, Abhijit Dutta, Ram Prasad Kundu, Partha Bhattacharya, Jaydip Chatterjee, Shakti Priyo Bhattacharya, Doordarshan Kolkata, Doordarshan Santiniketan, Sarmistha Dasgupta , Bangla Worldwide, Santoshpur Recitation, Recitation Movement and Nihar Chakraborty.

Contact

E-mail: pankajsaha.kolkata@gmail.com | reachme@pankajsaha.com  Call : 91-9903970077, +91-33-2416 6060