PANKAJ SAHA

PANKAJ SAHA

About

Pankaj Saha was born on 11 May 1946 in undivided India at Chanpainababgunj a district town now in Bangladesh.

Pankaj Saha is recognized as a renowned poet, a writer, a playwright of Bengal and the eminent television personality of Eastern India.

Pankaj Saha is better known as the poet of the 70’s. His poetry has been published in many important and renowned newspapers, journals and anthologies of Bengali language. Till date his 16 poetry books are published under different well known publishing houses of West Bengal in India and Bangladesh. He writes rhymes, plays and articles as well. His poems have been translated into English, French, Hindi and Oriya. During Rabindranath Tagore’s birth centenary, he was awarded the first prize in All Bengal Inter School Poetry Competition. The judges of the competition were legendary poets like Premendra Mitra, Dinesh Das and Achintyo Kumar Sengupta. That was the beginning and since then, he has been awarded Michael Madhusudan Puroshkar, All India Writers Conference Award, Utsav Literacy Award from USA, Utter Desh Award from Sweden, Dishari Puroshkar, Shahitya Shetu Puroshkar, Nikhil Bharat Sahityo Sammelaner Puroshkar, Life Time Achievement Award from Government of West Bengal (India), The Friend of Bangladesh Liberation War Award from The Government of Bangladesh, among many others. He was the editor of the poetry journal Pipasha Parikrama, the Arts college journal of Jadavpur University and also the University of Jadavpur journal.

Pankaj Saha has been recognised as the first TV personality of Eastern India and had produced innumerable literary and cultural programmes as well as documentaries for Indian Television during his tenure with Doordarshan. He is a former producer for BBC London and a former Director of Ranchi, Santiniketan and Kolkata Doordarshan ( Indian National TV channel). He taught Bengali language and Asian poetry with Inner London Education Authority in UK. He has travelled widely through out the world.

পেশাজীবনের ৫০ বছর

টেলিভিশন ও বেতার সম্প্রচার এবং সাহিত্য সংস্কৃতি জগতে দুই বাংলার এক প্রিয়তম পঙ্কজ সাহা। ২০২০ সালটি তার পেশাজীবনের ৫০ বছর হিসেবে চিহ্নিত। আকাশবাণী কলকাতায় হাজার ১৯৭০ সালে যুগবাণী বিভাগের সূত্রপাত হলে পঙ্কজ সাহা সেখানে অনুষ্ঠান কর্মী হিসেবে চাকরিতে যোগ দেন। সেই হিসেবে তাঁর পেশা জীবনের ৫০ বছর।
 এর মধ্যে পঙ্কজ সাহা কলকাতায় টেলিভিশন এলে সেখানে অর্থাৎ দূরদর্শনের সূত্রপাত এ চাকরিতে যোগ দিয়ে যুব পানির মত টেলিভিশনেও পাইওনিয়ার এর ভূমিকা পালন করেন। ১৯৮৪ সাল থেকে পাঁচ বছর বিবিসি লন্ডনের প্রযোজক হিসেবে কাজ করেন। ফিরে এসে কাল ক্রমে তিনি রাচি দূরদর্শন, শান্তিনিকেতন দূরদর্শন এবং কলকাতা দূরদর্শন এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। কলকাতা দূরদর্শনে “দর্শকের দরবারে”, “নববর্ষের বৈঠক”, “সাহিত্য-সংস্কৃতি” ইত্যাদি অনুষ্ঠানের সূত্রপাত করেন। একই সঙ্গে পঙ্কজ সহ তার কবিতা রচনা অব্যাহত রাখেন।
 তার ষোলটি কাব্যগ্রন্থ বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে ৭০ দশকের একজন বিশিষ্ট কবি হিসেবে তিনি স্বীকৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর ছাত্র জীবনে নানা কর্মকাণ্ডের মধ্যে আর্টস কলেজ জার্নাল ও ইউনিভার্সিটি আর্টস অ্যান্ড লিটারারি সোসাইটির মুখপত্র “যাদবপুর বিশ্ববিদ্যালয় পত্রিকা” ও “পিপাসা পরিক্রমা” নামে একটি কবিতাপত্র সম্পাদনা করেন। এখন নিয়মিত কবিতা চর্চা করছেন ও সংস্কৃতি মূলক লেখালেখি করছেন।
 আকাশবাণীতে কর্মরত থাকার সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক নানা অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করেন। এই অনুষ্ঠান নির্মাণে প্রয়োজনে যুদ্ধ বিক্ষুব্ধ তৎকালীন পূর্ব পাকিস্তানে ভিতরে বারে বারে জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করেছেন। বাংলাদেশ সরকার তাঁর এই অবদানের জন্য তাকে মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করেছে।
পশ্চিমবঙ্গ সরকার তাকে সম্মানিত করেছে জীবনকৃতি পুরস্কার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে।
 

PANKAJ SAHA

পঙ্কজ সাহার পড়াশোনা শুরু বাঁকুড়ার একটি পাঠশালায়। পথের পাঁচালীর অপুর মতোই পঙ্কজ স্লেট, বই এবং পাঠশালায় বসার আসন হাতে করে পড়তে যেতেন। গুরুমশাই কয়লা বিক্রি করতে করতে ছাত্র-ছাত্রীদের পড়াতেন। পাঠশালার পাশ দিয়ে বিকেল চারটের ট্রেন চলে গেলেই পাঠশালা ছুটি হয়ে যেতো এবং শিশু পঙ্কজরা হৈ হৈ করে ছটির আনন্দে বেরিয়ে পড়তেন।
যেদিন তার স্কুলে যেতে ইচ্ছে হতো না, গুরুমশাই কয়লার গরুর গাড়ি নিয়ে এসে তাঁকে কোলে তুলে সেই গাড়িতে বসিয়ে দিতেন। পঙ্কজ কয়লার কালি-ঝুলি মেখে পাঠশালায় যেতে বাধ্য হতেন। পাঠশালায় তার সবচেয়ে প্রিয় সহপাঠি রেবা, ফর্সা, ফুটফুটে সুন্দরী ক্লাস ওয়ানের পরীক্ষার পরে খুব রাগ ও অভিমান করে বলেছিল, তুই কেন ফার্স্ট হলি? তা না হলে আমি ফার্স্ট হতে পারতাম! ক্লাস থ্রি তে পঙ্কজ বিখ্যাত বাঁকুড়া জেলা স্কুলে ভর্তি হন এবং সেই স্কুলের অসাধারণ স্মৃতি সারাজীবন মনে রেখেছেন। 
 পঙ্কজের বাবা সরকারি চাকরিসূত্রে বিভিন্ন জেলায় বদলি হতেন। তার ফলে পঙ্কজ মফস্বল ও গ্রামীণ জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা ছেলেবেলায় লাভ করেছিলেন। তাঁর বাবার এই বদলীর সূত্রে মেদিনীপুর জেলার উড়িষ্যার সীমান্তে দাঁতন হাইস্কুল এবং মুর্শিদাবাদ জেলার লালগোলায় রাজার তৈরি লালগোলা এম.এন একাডেমীতে পড়ার অভিজ্ঞতা লাভ করেন। লালগোলায় তখন তাঁর দাদুর বাড়ি।
 লালগোলা স্কুলের শতবর্ষে প্রাক্তন ছাত্র হিসেবে স্কুল কর্তৃপক্ষ পঙ্কজের কাছে একটি স্মৃতিকথা চায়। স্মারক গ্রন্থের জন্যে সেই স্মৃতিকথা পঙ্কজ লিখে পাঠান। কিন্তু অনুষ্ঠানের সেই একইদিনে পশ্চিমবঙ্গ সরকার পঙ্কজকে জীবনকৃতি পুরস্কার বা লাইভটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে চায়, সেজন্যে লালগোলা স্কুলের শতবর্ষ অনুষ্ঠানে পঙ্কজ যোগ দিতে পারেন নি। ক্লাস সেভেনে যখন তিনি ওঠেন, তখন পরিবারের সঙ্গে কলকাতায় আসেন এবং কলকাতার উপকণ্ঠে সুপ্রাচীন বড়িশা হাইস্কুলে ভর্তি হন। সেই স্কুলে একদা অন্যতম শিক্ষক ছিলেন কবি শেখর কালীদাস রায়। অনেক গুণী শিক্ষকের কাছে এই স্কুলে শিক্ষা লাভের সৌভাগ্য লাভ করেন। ১৯৩৯ সালে সারা ভারতবর্ষ ও ব্রক্ষ্মদেশ জুড়ে যে ম্যাট্রিক পরীক্ষা  হয়েছিল, তাতে বড়িশা স্কুলের ছাত্র শান্তিপ্রিয় চট্টোপাধ্যায় প্রথম স্থান অধিকার করেছিলেন।
 

Pankaj Saha’s education began in a pathshala. Just like Apu in Pather Panchali, Pankaj used to carry with him to school his slate, books and mat (asana or a carpet to spread on the ground) to school.

Gurumashai used to sell coal while teaching his students. The school used to get over when the afternoon four o’clock train passed by the pathshala and Pankaj, with the other children, came out shouting joyously at the closure of the school.

On the days Pankaj did not want to attend school, Gurumashai would himself bring his loaded Bullock cart to the doorstep and lift up little Pankaj in his lap. Pankaj, smeared with coal dust was compelled to go to school. His favourite classmate in pathshala – Reba ‐ fair and very beautiful, had told him with anger and pride ‐ why did you secure the first position? I would have stood first otherwise!

In Class Three Pankaj got admission to the famous Bankura Zilla School and has cherished excellent memories of the school throughout his life.

Pankaj’s father, on account of his government service, got transferred to different districts. Hence Pankaj experienced a flavour of village and suburban life in his childhood. Due to his father’s transferable service, he had the opportunity of studying in Danton High School in Medinipur district at the border of Odisha and also in M.N Academy of Lalgola, in Murshidabad district, founded by the rajah.At that point his grandfather’s residence was in Lalgola.

At the centenary of Lalgola School, the school authorities had requested Pankaj for a write up on the memories of his school days, as an alumnus of the institution. Pankaj had sent his write up for the school memoir. However, on the day of the programme, the Government of West Bengal decided to confer upon him a Lifetime Achievement Award and unfortunately, he was unable to attend the centenary celebration of Lalgola School.

When he was promoted to class seven, he came to Kolkata with his family and got admission to the good old Barisha High School, in the outskirts of Kolkata. One of the teachers who once served this institution was Kabishekhar Kalidas Roy. Pankaj had the privilege of studying under many noble teachers. One of the notable alumni of Barisha High School was Shantipriya Chattopadhyay, who in 1939 secured the first position in Matric Examination held in the entirety of India and Burma.

Pankaj attended the centenary programme of Barisha High School holding his father’s hand and during the one fiftieth anniversary of the school, the school authorities felicitated Pankaj as an alumnus of the school. At that time, Pankaj was working as the director of Kolkata Doordarshan. Last of all he got admission to Jadavpur High School. At that point in time schools like South Point, Patha bhavan, Jadavpur Vidyapith had not been established. Hence, Jadavpur High School was a famous school and was under the charge of Jadavpur University.

The majority of the students in this school were children of the professors of Jadavpur University. The playground of this school was the same playground as of Jadavpur University. The president of the school’s managing committee was the legendary professor of Jadavpur University Dr H L Roy and the secretary was Hemchandra Guha, the vice chancellor of Jadavpur University. Pankaj was the founder secretary of the school’s student union.

He was the editor of the school’s Wall magazine as well as the editor of Rabindranath Tagore’s birth centenary edition of the school magazine. The president of the school magazine was the very learned bengali teacher of Pankaj, Aditya Kumar Chattopadhyay. After the Higher Secondary Exam results were announced, Pankaj’s teacher Aditya Kumar Chattopadhyay had himself visited Pankaj’s residence to pursue him to study Bengali literature. The elders however had advised Pankaj against it and had explained to him that securing a job would be difficult after completing a course in Bengali literature. So, Pankaj would escape through the rear door in order to avoid facing his Bangali teacher. This was an action he regretted later in life. Pankaj initially was a student in the science section but his interest in journalism made him shift to humanities. After passing the Higher Secondary Exam from this school, he joined Jadavpur University at the advice of his father Manindranath Saha with Political Science and International Relations. The influence of Jadavpur University transformed his life. Simultaneously, through a distant education programme, Pankaj completed a course in bengali language and literature under Visva Bharati and received the title of ‘Adyatirtha’ and ‘Madhyatirtha’. As the first batch of student of Pune Film and Television Institute of television faculty, he completed his course of programme direction and production with great success.

Pankaj Saha studied film studies in London University. He did his research from London School of Economics and Political Science under the renowned professor Dr. Tom Nositor. Pankaj Saha also taught Asian poetry and Bengali language in Inner London Education Authority of London. In India he taught journalism and mass communication at Jadavpur University and Visva Bharati University as a guest professor. He gained the experience of teaching in the Bengali language and literature department of M.A classes in Lady Brabourne College as a guest professor.

বড়িশা স্কুলের শতবর্ষের অনুষ্ঠান পঙ্কজ তাঁর বাবার হাত ধরে দেখতে যান এবং ওই স্কুলের দেড়শ বছরের অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র হিসেবে স্কুল কর্তৃপক্ষ পঙ্কজকে সংবর্ধনা দেন। পঙ্কজ তখন কলকাতা দূরদর্শনের ডিরেক্টর হিসেবে কাজ করছেন। সবশেষে যাদবপুর হাই স্কুলে তিনি ভর্তি হন। তখন এই অঞ্চলে সাউথ পয়েন্ট, পাঠভবন, যাদবপুর বিদ্যাপীঠ ইত্যাদি কোনো ভালো স্কুল গড়ে ওঠেনি। ফলে যাদবপুর হাইস্কুল ছিল বিখ্যাত স্কুল। যাদবপুর বিশ্ববিদ্যালয় এই স্কুলকে লালন-পালন করতো। 
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ছেলে-মেয়েরা মূলত এই স্কুলের ছাত্র-ছাত্রী ছিল। এই স্কুলের খেলার মাঠ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ। স্কুলের পরিচালক মণ্ডলীর সভাপতি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবাদ প্রতিম অধ্যাপক ড. এইচ এল রায় এবং পরিচালকমণ্ডলীর সম্পাদক ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেমচন্দ্র গুহ। পঙ্কজ স্কুলের ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
স্কুলের ওয়াল ম্যাগাজিনের সম্পাদক এবং স্কুল ম্যাগাজিনের রবীন্দ্র জন্মশতবর্ষ সংখ্যার সম্পাদকও ছিলেন। স্কুল ম্যাগাজিনের সভাপতি ছিলেন মহাপণ্ডিত পঙ্কজের বাংলার শিক্ষক আদিত্য কুমার চট্টোপাধ্যায়। হায়ার সেকেন্ডারী রেজাল্ট বের হওয়ার পরে পঙ্কজ যাতে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন সেজন্য তাঁর শিক্ষক আদিত্য কুমার চট্টোপাধ্যায় তাঁদের বসবার ঘরে এসে অপেক্ষা করতেন তাঁকে বোঝানোর জন্যে। পঙ্কজকে তখন বড়রা বুঝিয়েছিলেন যে বাংলা পড়লে ব্যাংকের দারোয়ানের চাকরিও পাবে না। সেই জন্য মাষ্টার মশাইয়ের মুখোমুখি না হয়ে পেছনের দরজা দিয়ে পঙ্কজ পালিয়ে যেতেন। এখন এজন্যে তাঁর খুব আক্ষেপ হয়। এই স্কুল প্রথমে বিজ্ঞান শাখায় ছাত্র ছিলেন পঙ্কজ। কিন্তু সাংবাদিকতা করার ইচ্ছে থাকায় পরে কলা বিভাগে চলে যান। এই স্কুল থেকে হায়ার সেকেন্ডারী পাশ করার পর তাঁর বাবা মণীন্দ্রনাথ সাহার পরামর্শে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাজনীতি বিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রভাব তার জীবনকে রূপান্তরিত করে দেয়। একইসঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা কার্যক্রমে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে পরীক্ষা দিয়ে আদ্যতীর্থ ও মধ্যতীর্থ উপাধি পঙ্কজ লাভ করেন। পুনা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে টেলিভিশন ফ্যাকাল্টির প্রথম ব্যাচের ছাত্র হিসেবে টেলিভিশন অনুষ্ঠান পরিচালনা ও প্রযোজনা বিষয়ে কোর্স বা পাঠক্রম খুব সাফল্যের সঙ্গে তিনি শেষ করেন। 
পঙ্কজ সাহা ফিল্ম স্টাডিজ পড়েছেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে। লন্ডন স্কুল অব ইনকনিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্সে বিখ্যাত অধ্যাপক ড. টম নসিটরের অধীনে গবেষণা করেছেন। ইনার লন্ডন এডুকেশন অথরিটির অধীনে লন্ডনে পঙ্কজ সাহা পড়িয়েছেন এশিয়ান পোয়েট্রি এবং বেঙ্গলী ল্যাঙ্গুয়েজ। দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও ম্যাস কমিউনিকেশন বিভাগে অতিথি অধ্যাপক হিসেবে পড়িয়েছেন। 
 কলকাতায় লেডিব্রেবোর্ন কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে এম এ ক্লাসে অতিথি অধ্যাপক হিসেবে পড়ানোর অভিজ্ঞতা অর্জন করেছেন।

Contact

E-mail: pankajsaha.kolkata@gmail.com | reachme@pankajsaha.com  Call : 91-9903970077, +91-33-2416 6060